দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই:’জীবে প্রেম’ করতে হবে! এটাই তাঁর বার্তা। নিন্দুকেরা যতোই বলুন, উকিল মানেই নিষ্ঠুর, অর্থ-পিশাচ, মানবিকতা-হীন; অঞ্জন বাবুর মতো কেউ কেউ আছেন সেসবকে ভুল প্রমাণিত করে জীবে-প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। ঘটনাচক্রে জানা যায়, শুক্রবার দুপুরে দাঁতন আদালত চত্বরে একটি পথ কুকুর-এর উপর দিয়ে একটি চারচাকা গাড়ি চলে যায়। গুরুতর আহত হয় ওই পথ কুকুর। এরপরই গর্জে ওঠেন আদালতের ‘পশুপ্রেমী’ বা পথ-কুকুর প্রেমী আইনজীবী হিসেবে পরিচিত অঞ্জন কুমার মাইতি। তিনি সরাসরি ওই চালককে প্রশ্ন করেন, “কুকুরের উপর দিয়ে গাড়ি চালালেন কেন?” ওই চালক নির্বিকার ভাবে উত্তর দেন, “দেখতে পাইনি!” এতেই ক্ষুব্ধ হয়ে, শুক্রবার সন্ধ্যায় ওই গাড়ির নম্বর ধরে দাঁতন থানায় লিখিত অভিযোগ করেন আইনজীবী অঞ্জন কুমার মাইতি।
একইসঙ্গে, ওই কুকুর-টির চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। তবে, কুকুরটির পায়ের উপর দিয়েই বিপদ কেটে গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, বছরখানেক আগে ওই কুকুরের মা-ও এইভাবে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। তারপর থেকেই ওই মা কুকুরের বাচ্চা গুলিকে পরমস্নেহে লালন পালন করছেন তিনি। প্রতিদিন আদালতে এলেই ওদের জন্য বরাদ্দ থাকে বিস্কুট সহ খাবার দাবার। একথা আদালতের অন্য আইনজীবীরাও জানেন এবং স্বীকার করেন। দাঁতন আদালতে তাই পথ কুকুরের উপর সামান্য অত্যাচার হলেই বিপদ! ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হননা অঞ্জন কুমার মাইতি। তবে, হলদিয়া থেকে আসা এক আইনজীবী’র ওই গাড়ির চালক অবশ্য এতসব জানতেন না! গুরুত্ব না দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছেন ওই পথ কুকুরের উপর। আর, সেজন্য যে মামলা পর্যন্ত হবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই চালক বা তাঁর মালিক!