তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। তবে, এতোটাই বেহাল যে, বৃষ্টি পর তা ছোটোখাটো পুকুরে পরিণত হয়। রাস্তা সারানোর দাবিতে, দরবার করা হয়েছে প্রশাসনের সর্বত্র। তবে, কেউ ভ্রুক্ষেপ করেনি! শেষমেশ, ‘দিদিকে বলো’-তেও ফোন করা হয়েছিল। তাতেও কাজ হয়নি। তাই, আর অপেক্ষা না করে, সোমবার রীতিমতো ডালপালা ফেলে, বেঞ্চ পেতে বসে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকার মহিলারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে যানজট তৈরি হয় স্বাভাবিকভাবেই। পৌর কর্তৃপক্ষের তরফে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করা হয়। অবরোধকারীরা চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবরোধ তোলার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, ক্ষীরপাই পৌরসভার তেলিবাজার এলাকার এই রাস্তা পৌরসভার ৩, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। কদমকুন্ডু থেকে গঙ্গা দাসপুর যাওয়ার এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। অবরোধকারীদের দাবি, রাস্তায় একাধিক গর্ত। এক পশলা বৃষ্টিতে রাস্তা যেন পুকুরে পরিণত হয়। যান চলাচল দূর অস্ত হেঁটে চলাই দায়! এলাকার বাসিন্দাদের লিখিত স্মারকলিপি থেকে শুরু করে একাধিকবার পৌরসভার দ্বারস্থ হয়েও রাস্তা মেরামত না হওয়ায় বিক্ষোভে সামিল হল মহিলারা। এলাকার মানুষের অভিযোগ, ২০১৯ সালেই রাস্তাটি নিয়ে পৌরসভায় লিখিত অভিযোগ করা হয়েছে। এমনকি ‘দিদিকে বলো’ পোর্টালে অভিযোগ জানানো হয়েছে। কোন সুরাহা হয়নি। তাই, বাধ্য হয়ে মহিলারা অবরোধে নেমেছেন বলে দাবি। ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশঙ্কর পান বলেন, “রাস্তাটি নিয়ে ইতিমধ্যে এক কোটি টাকার টেন্ডার হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। আপাতত বর্ষার আগে অস্থায়ীভাবে সংস্কার করার কাজ শুরু হয়েছে।”