দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুন: পর পর দু’দিন বেনজির বিক্ষোভ, অবরোধ হাওড়া সংলগ্ন অঙ্কুরহাটি, উলুবেড়িয়া, ধুলাগড় প্রভৃতি এলাকায়। বৃহস্পতিবার ছিল পথ অবরোধ। ফলে, সড়কপথে যাতায়াতকারী বাস, চারচাকা সহ সকল যানবাহন স্তব্ধ হয়ে গিয়েছিল। টানা ১১ ঘন্টা চরম কষ্টে পড়েছিলেন যাত্রীরা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতা পুলিশ কারুর আবেদনেই সাড়া দেননি বিক্ষোভকারীরা। শুক্রবার চলছে রেল অবরোধ। সেই সকাল ১০ টা – ১১ টা থেকে যে অবরোধ শুরু হয়েছিল, তা রাত্রি ১০ টা বাজতে চললো থামেনি। ইতিমধ্যে, দক্ষিণ-পূর্ব রেলের তরফে হাওড়া খড়্গপুর শাখার স্পেশাল ট্রেন লোকাল, এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এরপরই, যাত্রীদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। স্টেশনে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। অন্যদিকে, নবান্নের নির্দেশে হাওড়া-তে আজ থেকে আগামী তিনদিনের (১৩ জুন সকাল ৬ টা অবধি) জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

thebengalpost.net
সাঁতরাগাছি স্টেশন:

প্রসঙ্গত, বিজেপি নেত্রী নুপুর শর্মা রবিবার টেলিভিশনের একটি অনুষ্ঠানে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে বহিষ্কার করেছে দল। বিজেপির দিল্লির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিজেপি। কিন্তু, তারপরও দিল্লি থেকে কানপুর, হায়দ্রাবাদ থেকে হাওড়া বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ-আন্দোলন। দাবি নুপুর শর্মাকে গ্রেপ্তার করতে হবে। এদিকে, পশ্চিমবঙ্গে পরপর দু’দিন বিক্ষোভের আগুন যেভাবে আছড়ে পড়েছে, তাতে চাপে পুলিশ প্রশাসনও। মিডিয়া এবং পুলিশের উপরও আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ধুলাগড় সহ বিভিন্ন এলাকার দখল নিয়েছে পুলিশ ও র‍্যাফ। জারি করা হয়েছে কারফিউ।

thebengalpost.net
খড়্গপুর :

thebengalpost.net
নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ: