দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ জুন: কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বদল হয়েছে সম্প্রতি। নতুন ডিটারমিনেশন বা তালিকা অনুযায়ী, আজ সোমবার (৬ জুন) থেকে SSC বা স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সমস্ত মামলা উঠছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। আর, প্রাইমারি এবং মাদ্রাসা সংক্রান্ত মামলাগুলি উঠছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এদিকে, নতুন বেঞ্চে এসএসসি (SSC)’র দুর্নীতি সংক্রান্ত মামলা উঠতেই, বিচারপতি রাজশেখর মান্থা নবম-দশমের এক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন। চাকরি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর মামলা আদালতে উঠলে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও তিনি চাকরি পেয়েছেন। কিন্তু, মামলাকারী অনুপ গুপ্ত-র জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে। তাই, বেআইনিভাবে বা অবৈধভাবে নিযুক্ত হওয়া সিদ্দিক গাজি’র চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে বিচারপতি রাজশেখর মান্থা-ও যথেষ্ট করা বিচারপতি হিসেবেই পরিচিত। তাই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এসএসসি মামলা সরলেও, অবৈধভাবে নিয়োগ হওয়ায় নবম থেকে দ্বাদশের শিক্ষকরা যে এক মুহূর্তও নিশ্চিন্তে থাকতে পারবেন না, তা বলাই বাহুল্য! বরং, প্রাথমিকের মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়ায়, তাতেও কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে বলে, চাকরিপ্রার্থীদের ধারণা। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী’র নিয়োগ সহ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে সিবিআই তদন্ত চলছে। আর, এর মধ্যেই নবম-দশমে আরো এক শিক্ষকের চাকরি যাওয়ায়, নতুন করে চাপে পড়ল স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সহ সমগ্র শিক্ষা দপ্তর।