দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ মে:অবশেষে দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের। দাম কমছে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেরও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের (Fuel Price) উপর এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮ টাকা, সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম প্রায় ৭ টাকা কমতে চলেছে। অন্যদিকে, উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেও ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। বছরে ১২-টি সিলিন্ডারের উপর এই ভর্তুকি দেওয়া হচ্ছে।

thebengalpost.net
অবশেষে দাম কমছে:

উল্লেখ্য যে, দীর্ঘদিন পর কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি কমালেও, এখনই রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত আর দাম কমানোর ইঙ্গিত পাওয়া যায়নি। রাজ্যের তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকার একবার এক্সাইজ ডিউটি বাড়িয়েছিল, তাই দাম কমানোটাই স্বাভাবিক। এমনিতেই, কেন্দ্র ৮ টাকা এক্সাইজ ডিউটি কমালে রাজ্যের তরফে ২ টাকা এমনিতেই কমছে। এই দাম কমার ফলে, কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম হতে চলেছে ১০৬ টাকার কাছাকাছি এবং ডিজেল ৯৩ টাকার কাছাকাছি। এদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই সাধারণ মানুষের স্বার্থে এই দাম কমানো হয়েছে।

thebengalpost.net
Nirmala Sitaraman: