thebengalpost.net
ক্ষুব্ধ এলাকাবাসী :

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, প্রায় দু’মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পুষ্টিকর খাদ্য দ্রব্য থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা! বিশেষত, দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের ক্ষেত্রে যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায়। জানা যায়, প্রায় দুই মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। স্থানীয়দের অভিযোগ,‌ এমনিতেই খাবারের গুনগত মান খারাপ। তার উপর আবার দু’মাস ধরে বন্ধ! অথচ, সব জায়গায় খোলা আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি।

thebengalpost.net
বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র:

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অস্থায়ী কর্মী মিনু ভান্ডারী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও, এলাকাবাসীকে নাকি তিনি জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারিভাবে খাদ্যশস্য না পাওয়ার কারণে, এমনকি স্থায়ী কর্মী ও হেলপার না থাকার কারণের জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রয়েছে। কিন্তু, সে জন্য ছোটো ছোটো শিশুদের কেন ভুগতে হবে? কেনইবা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত রাখা হচ্ছে? এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলেন, “খড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ আছে, সেটা আমার জানা ছিল না। এখন আপনাদের থেকে জানতে পারলাম। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। নিশ্চয়ই কোনো সমাধান বের হবে।”

thebengalpost.net
ক্ষুব্ধ এলাকাবাসী :