thebengalpost.net
পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা শিবির:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: আইন আর স্বাস্থ্যরক্ষার কারিগরদেরই দেওয়া হল সচেতনতার প্রথম পাঠ। নিজেরা সচেতন আর সুরক্ষিত হয়ে, সাধারণ মানুষকে তাঁরা দেবেন সচেতনতার বার্তা! আগামী ৩১ মে ‘বিশ্ব তামাক বিরোধী দিবস’ (World No Tobacco Day)-এর আগে তাই জাতীয় তামাক বর্জন কর্মসূচি বা National Tobacco Control Programme’র অঙ্গ হিসেবে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। শালবনী গ্রামীণ ও সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী বৃন্দ এবং শালবনী থানার পুলিশ কর্মীদের নিয়ে বৃহস্পতিবার এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে এই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত দুই স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাতীলেখা মুখার্জি ও সুমিত মান্না। এছাড়াও, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে ছিলেন, চিকিৎসক দিলীপ কুমার সাহা, চিকিৎসক সুজায়ুল আলম ও চিকিৎসক কৃষাণু পানিগ্রাহী। ছিলেন, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস।

thebengalpost.net
পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা শিবির:

এই সচেতনতা মূলক শিবিরে, তামাক জাতীয় দ্রব্য বর্জন ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সারা বছর ধরেই পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের তরফে তামাক জাতীয় দ্রব্য বর্জন ও নিয়ন্ত্রণের অভিযান চালানো হবে বলেও জানানো হয়। শালবনী থানার ইন্সপেক্টর ইনচার্জ (ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক) গোপাল বিশ্বাস উপস্থিত পুলিশ কর্মীদের স্মরণ করিয়ে দেন, “তামাক শুধু নিজেরই ক্ষতি করে না! ক্ষতি করে পরিবেশ, পরিজন থেকে শুরু করে পাশের জনেরও। সিগারেট, বিঁড়ি, গুটখা- প্রভৃতি সবকিছু তাই সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আর, সেই বর্জন শুরু হোক আপনাদের বা আমাদের দিয়েই।” শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে সহকারী সুপার ড. কৃষাণু পানিগ্রাহী বলেন, “সার বছর ধরেই আমরা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাই। এদিন পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। যাতে তাঁরা নিজেরা সচেতন হয়ে, সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।”

thebengalpost.net
পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা শিবির :