দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনের মতোই, এক নৈসর্গিক পরিবেশে তাঁর ১৬২ তম জন্মজয়ন্তী পালিত হল, পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। পঁচিশে বৈশাখের অনুষ্ঠান পালনের জন্য এবার বেছে নেওয়া হয়েছিল শাল-মহুয়া’র জঙ্গল ঘেরা শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম উচ্চ বিদ্যালয়-টিকে। বিদ্যালয় প্রাঙ্গনের সুপ্রাচীন বটবৃক্ষ তলে, খোলা মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী। অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি ছিল রাবীন্দ্রিক ছোঁয়া। অতিথি বরণ করা হয় শান্তিনিকেতন থেকে নিয়ে আসা রবীন্দ্র প্রতিকৃতি এবং কবিগুরুর প্রিয় অমলতাস চারা দিয়ে। ছাত্র-ছাত্রীদের মধ্যে রবীন্দ্রনাথের চেতনাকে জাগ্রত করতে, অঙ্কনের বিষয় রাখা হয়, রবীন্দ্র প্রতিকৃতি। বিদ্যালয়ের কচিকাঁচাদের সঙ্গেই সাংস্কৃতিক অনুষ্ঠানে‌ অংশগ্রহণ করেন, মেদিনীপুর শহরের সংগীত শিল্পী আলোকবরণ মাইতি, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, শুভদীপ বসু’রাও। ছিল বাঁশির সুর, আর খোলের তালে বাউলের সুরে রবীন্দ্র বন্দনা। জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক বরুণ মন্ডলের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে, গোদাপিয়াসাল স্কুলের শান্ত পরিবেশ যেন সোমবার হয়ে উঠেছিল এক টুকরো শান্তিনিকেতন।

thebengalpost.net
রবি স্মরণ :

অপরদিকে, ১৬২ তম ‘রবীন্দ্র জন্মজয়ন্তী’ উপলক্ষে, জেলা শহর মেদিনীপুরে যুগ্মভাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ১১ নম্বর ওয়ার্ডের ‘ছোটবাজার অ্যাথলেটিক ক্লাব’ এবং ‘স্বর ও ধ্বনি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র’ এর উদ্যোগে। শহরের মাঙ্গলিকী লজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, “সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ” আয়োজিত ‘আবৃত্তি প্রতিযোগিতা’য় প্রথম ও তৃতীয় স্থানাধিকারি দুই ক্ষুদে প্রতিভা আত্রেয়ী বিষই ও কৃতিকা শাসমল-কে সংবর্ধনা প্রদান করা হয়। সেইসঙ্গে সংবর্ধিত করা হয় আবৃত্তি প্রতিযোগিতার আসরে নিজেদের অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ স্থান করে নেওয়া দুই ক্ষুদে প্রতিভা অদ্রিজ রথ ও সৌরকনা রায়-কেও। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই, ছোটবাজার অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক (যুগ্ম) অরুণ চৌধুরী, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক কল্যাণ জানা, স্বর ও ধ্বনি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার সুতনুকা মাইতি, নিলয় মিত্র, কৌস্তভ বন্দোপাধ্যায়, ভারতী বন্দোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদে প্রতিভাদের দ্বারা পরিবেশিত আবৃত্তি, নৃত্য, কবিতা- প্রভৃতি এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করে।

thebengalpost.net
মেদিনীপুর শহরের ক্ষুদে প্রতিভারা :