তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ মে:তৃণমূল পরিচালিত পৌরসভায় তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা। ক্ষোভে ফুঁসছেন পৌরবাসী। সেই জল সমস্যাকে হাতিয়ার করে ময়দানে এবার সিপিআইএম। ওয়ার্ড জুড়ে জলের দাবিতে দেওয়া হল পোস্টার। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের। এলাকাবাসীর জন্য অবিলম্বে স্বচ্ছ পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করলো সিপিআইএম।

thebengalpost.net
পানীয় জলের সমস্যা :

প্রসঙ্গত, ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। জলের কল আছে। তবে, সেই কলে জল প্রায় পড়েনা বললেই চলে! বাসিন্দাদের অভিযোগ, বারেবারে পৌরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা। আর, এনিয়েই পৌরসভার বিরুদ্ধে পৌরবাসীর সমর্থন জোগাড় করতে ময়দানে সিপিএম নেতা কর্মীরা। ইতিমধ্যে, ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতে পানীয় জলের দাবীতে পোষ্টারিং করেছে তারা। এদিকে, পানীয় জলের সমস্যা যে রয়েছে, তা স্বীকার করলেও, জল নিয়ে সিপিএম যে রাজনীতি করছে, তা নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তিনি বলেন, নতুন পাম্প দ্রুত চালু হবে। জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে।

thebengalpost.net
১২ নং ওয়ার্ডে পোস্টার :