thebengalpost.net
আপাততো রক্ষে !

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ এপ্রিল:বরাতজোরে বড় জোর বেঁচে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, আজ, মঙ্গলবার, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই এর দপ্তরে হাজির হতে হবে পার্থ চট্টোপাধ্যায়-কে! সঙ্গে সঙ্গে জরুরী ভিত্তিতে ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। এরপরই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের উপর, আগামীকাল অবধি স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামীকাল সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণ অবধি সিঙ্গেল বেঞ্চের সমস্ত রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ।

thebengalpost.net
আপাততো রক্ষে !

এর আগে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই প্রয়োজন মনে করলে, তাঁকে গ্রেফতারও করতে পারে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি, বিচারপতি তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনও ভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না! কারণ, ডিভিশন বেঞ্চে আর.কে বাগ তদন্ত কমিটির রিপোর্টে গ্রুপ-ডি নিয়োগে সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার দিকে আঙ্গুল তোলা হয়েছিল। এরপর, নবম দশম শিক্ষক নিয়োগের একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতেই সিঙ্গেল বেঞ্চ নজিরবিহীন এই নির্দেশ দিয়েছিল। তবে, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। আগামীকাল সকাল সাড়ে দশটায় হবে ডিভিশন বেঞ্চের পরবর্তী শুনানি। আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের সমস্ত শিক্ষিত প্রজন্ম।