thebengalpost.net
বাড়ছে ডি.এ (D.A) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মার্চ: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম পে-কমিশনের আওতায় তিন শতাংশ মহার্ঘ্যভাতা বাড়ান হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার এই বিলে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ৩৪ শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মহার্ঘ্যভাতার পাশাপাশি বাড়ান হল ডিয়ারনেস রিলিফও। সেই কারণে এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীরাও ৩৪ শতাংস হারে ডিআর পাবেন। ১ ফেব্রুয়ারি ২০২২ সাল থেকেই এটি কার্যকর হচ্ছে। অন্যদিকে, রাজ্য সরকারের কর্মচারীদের নতুন বছরে (২০২২) এখনও অবধি কোনো DA ঘোষণা না হওয়ায় মন খারাপ তাঁদের!

thebengalpost.net
বাড়ছে ডি.এ (D.A) :

AICPI-IW-(All India Consumer Price Index for Industrial Workers)-এর ডিসেম্বরের প্রাপ্ত তথ্য পাওয়ার পরই কর্মচারীরা ৩% মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মীদের মার্চ মাসের বেতনের সাথে অ্যাকাউন্টে নতুন ডিএ জমা হবে বলেও জানা গিয়েছে। এখন থেকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৪% হারে মহার্ঘ ভাতা পাবেন। শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকাঙ্কের তথ্য অনুযায়ী (AICPI সূচক) ২০২১-এর ডিসেম্বরের সূচকে এক পয়েন্ট কমেছে। উল্লেখ্য যে, মহার্ঘভাতার জন্য ১২ মাসের সূচকের গড় হল ৩৫১.৩৩। যেখানে মহার্ঘভাতার পরিমান ৩৪.০৪% কিন্তু, মহার্ঘভাতা সর্বদা পূর্ণ সংখ্যায় দেওয়া হয়। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মোট মহার্ঘ ভাতা হবে ৩৪%। তাৎপর্যপূর্ণ ভাবে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।