1thebengalpost.net
খড়্গপুরে গ্রেফতার হওয়া ডাকাতরা:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ:স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশ বলে কথা! বোমা, বন্দুক উদ্ধার আর দুষ্কৃতী ধরতে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে রাজ্যজুড়ে। ব্যতিক্রম নয় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরও। শুক্রবার সকালে কেশপুরে ৬৮-টি তাজা বোমা উদ্ধার করার পর, একরাতে দু’টি বন্ধুক সহ ৪ দুষ্কৃতী পাকড়াও হল জেলা পুলিশের হাতে! শালবনী থানার পিড়াকাটা পুলিশ পোস্ট দেশি রিভলবার (পাইপগান) ও গুলি সহ বছর ২৬-এর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শুক্রবার মধ্যরাতে। ‌গোপন সূত্রে খবর পেয়ে, পিড়াকাটার পুলিশ বাহিনী গিয়ে ঠাকুরদাস বেরা নামে বেলাশোল (শালবনী ব্লকের) গ্রাম থেকে এই দুষ্কৃতীকে বন্দুক সহ গ্রেপ্তার করে! তার বিরুদ্ধে দুষ্কৃতী মূলক কাজকর্মের অভিযোগ আছে। শনিবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল এই দুষ্কৃতী-কে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোনোর জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সূত্রের খবর অনুযায়ী, ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে মেদিনীপুর আদালত।

1thebengalpost.net
খড়্গপুরে গ্রেফতার হওয়া ডাকাতরা:

অন্যদিকে, রেলশহর খড়্গপুরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তিন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার পুলিশ খড়্গপুরের বিএনআর ময়দান থেকে এই তিনজনকে গ্রেফতার করে শুক্রবার গভীর রাতে। এদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও তাজা গুলি উদ্ধার করেছে টাউন থানার পুলিশ। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে লোহার রড সহ ডাকাতির আরও নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল বিএনআর ময়দানে। খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তিন জনকে শনিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে, ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। কুখ্যাত এই দুষ্কৃতীরা হল- দীপায়ন মাইকেল ওরফে গুমের; আশীষ মাহাত এবং ডি. জগমোহন। পুলিশ সূত্রে জানা গেছে, এরা প্রত্যেকেই রেল শহর খড়্গপুরের বাসিন্দা এবং প্রত্যেকরই বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। অভিযুক্তরা এর আগেও বহু অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

thebengalpost.net
পিড়াকাটায় গ্রেফতার হওয়া দুষ্কৃতী: