দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ:আধঘণ্টার মধ্যে ফিরে আসছি বলে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল শুভম, রাতে এল মৃত্যু সংবাদ! খড়্গপুরের যুবকের রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার হতেই বাড়ির লোকের দাবি, বিষ জাতীয় কিছু খাইয়ে খুন করা হয়েছে। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত হিজলি স্টেশন সংলগ্ন বলরামপুরের একটি মাঠ থেকে শনিবার মধ্যরাতে মৃতদেহ উদ্ধার হয় বছর ২৩ এর শুভম দাসের। তার বাড়ি খড়্গপুর শহরের ভবানীপুর এলাকায়। বি.টেক ফাইনাল ইয়ারের ছাত্র ছিল সে। তার এই রহস্য মৃত্যু ঘিরে একদিকে যেমন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, ঠিক তেমনই শহরজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
রবিবার সকালে খড়্গপুর মহাকুমা হাসপাতালে দাঁড়িয়ে মৃত শুভমের বাবা সুব্রত দাস জানিয়েছেন, “শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শুভম আধ ঘন্টার মধ্যে ফিরে এসে টিফিন করছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু, দুপুর গড়িয়ে গেলেও সে ফিরে না আসায় এবং বার বার ফোন করেও যোগাযোগ করতে না পেরে, সন্ধ্যা নাগাদ খড়গপুর টাউন থানায় অভিযোগ জানাই। এরপর, মধ্যরাতে খড়্গপুর গ্রামীণ থানার পক্ষ থেকে ফোন করে জানানো হয়, হিজলি স্টেশন ও আইআইটি সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতালের কাছে বলরামপুরের মাঠে পৌঁছতে। গিয়ে দেখি, মৃত অবস্থায় দেওয়াল ঘেষে বসে আছে। পাশে পড়ে আছে হেলমেট। রাস্তার পাশে গাড়ি রাখা ছিল।” শুভম-কে বিষজাতীয় কেউ কিছু খাইয়ে খুন করেছে বলে অভিযোগ তাঁর। ময়নাতদন্তের পরই তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শুভম কোনো ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা বা আত্মহত্যা করেছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। শোকস্তব্ধ শুভমের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনেরা!