তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ:পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভা এবং ১২০-টি ওয়ার্ডের মধ্যে সবকটি পৌরসভা এবং সিংহভাগ (৯৭ টি) ওয়ার্ডের দখল নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তারপরেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘাটাল মহকুমার খড়ার পৌরসভা এলাকায়। এই পৌরসভায় জয়ী বিজেপি কাউন্সিলরের বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এনিয়ে সরব হয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
প্রসঙ্গত, বুধবার দুপুরে পৌর নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় খড়ার পৌরসভার ১০-টি আসনের মধ্যে ২ টি আসনে জয়লাভ করে বিজেপি। এরপর, বুধবার রাতে খড়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলির বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শীতল কপাট। এলাকায় বিজেপি কর্মীদের সাথে কথা বলার পর পুলিশের বিরুদ্ধে সুর চড়ান তিনি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। যদিও, এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।