দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সানমুড়া বিবেকানন্দ শিক্ষা সদনের ভূগোল বিষয়ের শিক্ষক শেখ নাসিমুদ্দিন (৪০) আত্মহত্যা করেছেন বলে বুধবার জানালেন জেলা পুলিশ সুপার (Superintendent of Police) দীনেশ কুমার। এ নিয়ে সম্প্রতি একটি বিকৃতি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে ভিডিও’র ওই অংশ দেখে মনে হবে, শিক্ষকের গলায় কেউ বা কারা ফাঁস লাগিয়ে দিচ্ছেন! আসলে, শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ নামানোর সময় বা গলার দড়িটি খোলার সময় ওই ভিডিওটি করা হয়েছে। কিন্তু, ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, তখন শুধুমাত্র একটি ছোট্ট অংশ বিকৃত করে দেখানো হয়েছে! আর, এর মাধ্যমে সমাজ মাধ্যমে উত্তেজনা তৈরীর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ওই ভিডিও-টি যে বা যারা পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে, জেলা পুলিশের তরফে তাঁদের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এসপি। ইতিমধ্যে, ওই ভিডিও তাঁরা ডিলিট করে দিয়েছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার (২১ ফেব্রুয়ারি) ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ভূগোল বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায়। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক অশান্তির কারণেই, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। তাই, সুইসাইড নোট লিখে তিনি সোমবার স্কুল চলাকালীন, স্কুলের একটি ফাঁকা ঘরে আত্মহত্যা করেন। স্টোররুমে থাকা স্কিপিং এর দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। তবে, পুলিশ আসার আগেই দেহটি নামিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ও স্কুলের সঙ্গে যুক্ত কিছু কর্মীদের তরফে। এরপরই গড়বেতা পুলিশের আইসি সফিক আলম সহ পুলিশ বাহিনী গিয়ে দেহটি উদ্ধার করেন এবং তদন্তের স্বার্থে কিছু প্রয়োজনীয় কাজ করেন। এসপি’র কথায়, “গড়বেতার ওই স্কুলের শিক্ষকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ওখানে যাওয়ার আগেই ঝুলন্ত দেহটিকে নামিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ তদন্তের স্বার্থে ওই মৃতদেহটিকে আগের মতো ঝুলন্ত অবস্থায় নিয়ে গিয়ে মেজারমেন্ট করার সময়, কেউ একটা ভিডিও রেকর্ডিং করে এবং সেটাই পরে বিকৃতি করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।” তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, এই ধরনের ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট বা শেয়ার করার আগে ভিডিওর সত্যতা যাচাই করে নিতে। তা নাহলে, আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে তাঁর বিরুদ্ধে।