দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: সামনেই ‘ভ্যালেন্টাইনস ডে’ (Valentine’s Day) বা ভালোবাসার দিন। তার আগে চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentine’s Week)। সেই হিসেবে আজকের দিনটি পাশ্চাত্য দেশে ‘প্রমিস ডে’ হিসেবে পালন করা হয়। এখন এ দেশেও হচ্ছে। কিন্তু, ক্ষুধার রাজ্যে তো ‘পূর্ণিমা’র চাঁদকেও ঝলসানো রুটি হয়। সেখানে এই প্রেম-ভালোবাসা তো নেহাতই বিলাসিতা মাত্র! ২০১৪ প্রাইমারি টেট (Primary TET) পাস ‘নট ইনক্লুডেড’ (Not Included) প্রায় ৭-৮ হাজার চাকরি প্রার্থীর কাছে অবস্থাটা ঠিক সেরকমই। তাঁদের পৃথিবী এখন ‘গদ্যময়’, চারিপাশে ধু ধু অন্ধকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কথা দিয়েও ‘কথা রাখেননি’!
তাই, তাঁদের কাছে, আজকের (১১ ফেব্রুয়ারি) এই ‘প্রমিস ডে’ অনেকটাই ব্যঙ্গাত্মক! একরাশ হতাশা, বঞ্চনা নিয়ে তাঁরা এই ‘প্রমিস ডে’-তে তাই পার্কে, রেস্টুরেন্টে নয়, জেলায় জেলায় রাজপথে বিক্ষোভে সামিল হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরেও আছড়ে পড়ল প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড’দের আন্দোলনের ঢেউ। প্রতীকী মৃতদেহ নিয়ে শুক্রবার তাঁরা ‘দিদি’ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বার্তা দিলেন, “দিদি প্রতিশ্রুতি পালন করুন, নাহলে এভাবেই মৃত্যুবরণ করব।”
প্রসঙ্গত, উল্লেখ্য রাজ্যজুড়ে যে ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালের শুরুতেই, তা প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, “শুধুমাত্র ৭৩৮ টি শূন্য পদ ফাঁকা রাখা হয়েছে কেস পিটিশনারদের জন্য। সেই নিয়োগ সম্পন্ন হলেই প্রক্রিয়া সম্পন্ন হবে।” তবে, তা মানতে রাজি নন, নট ইনক্লুডেড প্রায় ৮ হাজার চাকরিপ্রার্থী। তাঁদের মতে, নিয়োগ হয়েছে মাত্র সাড়ে ১২ – ১৩ হাজার। সেই হিসেবে আরও সাড়ে ৩ হাজার জনের নিয়োগ বাকি পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী।
আর, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২০’র নভেম্বরের সাংবাদিক বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, “২০ হাজার টেট পাস আছে। ধাপে ধাপে সকলকেই নিয়ে নেওয়া হবে।” স্বাভাবিকভাবেই, আরও ৭-৮ হাজার জনের নিয়োগ বাকি মুখ্যমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী। আর, সেই নিয়োগের দাবিতেই গত প্রায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট পাস, প্রশিক্ষিত ও ইন্টারভিউ দেওয়া চাকরিপ্রার্থীরা। এদিনের আন্দোলন থেকে, বঞ্চিত চাকরিপ্রার্থীরা ফের একবার ‘স্বেচ্ছামৃত্যুর’ হুমকি দিয়ে, রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন।