দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি:বাবলা গাছের জঙ্গলে জন্ম হওয়া কালিপদ সরেনের নাম “পদ্মশ্রী” (Padma Shri) সম্মানের জন্য ঘোষনা করেছে ভারত সরকার। এরাজ্য থেকে সাঁওতালি সাহিত্যে প্রথম “পদ্মশ্রী” সম্মান পাচ্ছেন, জঙ্গলমহল ঝাড়গ্রামের ভরতপুরের অধিবাসী কালিপদ সরেন। গত ২৫ জানুয়ারি সাহিত্যে “পদ্মশ্রী” পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষনা করেছে ভারত সরকার (Central Government)। সাহিত্য জগতে তিনি অবশ্য ‘খেরওয়াল সরেন’ ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। ইতিমধ্যে, ২০০৭ সালে “চেৎরে চিকায়েনা” নাটকের জন্য এবং ২০১৯ সালে সাঁওতালিতে সেরা অনুবাদ কাজের জন্য মোট দু’বার “সাহিত্য একাডেমি” পুরস্কার লাভ করেছেন।
জঙ্গলমহলের লালগড়ের বেলাটিকরি অঞ্চলের রঘুনাথপুর গ্রামে তাঁর জন্ম। পার্শ্ববর্তী গ্রামে প্রাথমিক শিক্ষার পর, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং ওই স্কুল থেকেই ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। পরে ঝাড়গ্রামের সেবাভারতী মহাবিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ১৯৮৪ সালে ভারতীয় স্টেট ব্যাংকের চাকরিতে যোগদান করেছিলেন। ২০১৭ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন, গত ৪৫ বছর ধরে তিনি সাঁওতালি সমাজের কথা তাঁর সাহিত্যে তুলে ধরছেন। মূলত, এই সমাজের অশিক্ষা, কুসংস্কার ও মাদকাশক্ত হয়ে পড়ার প্রবণতাকে তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।