দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: সংক্রমণ কমেছে, তাই অবিলম্বে স্কুল খোলার দাবিতে শিশুদের কোলে নিয়েই পথ হাঁটলেন মেদিনীপুরের মায়েরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বামপন্থী সংগঠন এসইউসিআই (কমিউনিস্ট) এর শাখা সংগঠন ‘মহিলা সাংস্কৃতিক সংঘ’ এর নেতৃত্বে, শিশুদের কোলে নিয়ে অবিলম্বে স্কুল খোলার দাবিতে পদযাত্রায় সামিল হলেন মায়েরা। এদিন, বেলদা কালি মন্দির থেকে শুরু করে বেলদা গান্ধী পার্ক পর্যন্ত চলে এই পদযাত্রা। এরপর, গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেন মহিলারা। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে, বিধি ও সতর্কতা মেনে স্কুল খোলার দাবি তোলা হয়েছে। অবিলম্বে শিক্ষার হাল ফেরাতে তথা শিশুদের পঠন-পাঠন অফলাইনে চালু করতে, স্কুল খোলার দাবি তোলেন মহিলারা।
অন্যদিকে, “রাজ্য সরকারও স্কুল খোলার বিপক্ষে নয়। তবে তাঁরা সাবধানী।” শুক্রবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি জানান, “স্কুল খোলার আগে ৮৫ শতাংশ পড়ুয়ার প্রথম দফার টিকাকরণ শেষ করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও, স্কুল শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর, অভিভাবক, পড়ুয়াদেরও মতামত নিতে চাইছে রাজ্য সরকার। সমস্ত মতামত নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে স্কুল খোলার বিষয়ে রিপোর্ট দেবে রাজ্য।” ওইদিন মামলার পরবর্তী শুনানি। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। সেজন্য ৪৫ লক্ষ টিকা দরকার। এখনও প্রথম দফায় টিকা পেয়েছে প্রায় ৩৩ লক্ষ।