দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে জেলা জুড়ে দেওয়া হচ্ছে পুষ্টিকর চাল বা ফর্টিফায়েড রাইস (Fortified Rice)! আর সেই চালকে ঘিরেই বিভ্রান্তি ছড়াচ্ছে দিকে দিকে। এবার, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ এলাকার শোভাপুর গ্রামের আইসিডিএস (ICDS) কেন্দ্র থেকে দেওয়া ওই ধরনের চালের ভাত খেয়ে ৮ জন শিশু অসুস্থ (পেট খারাপ বা পেটের যন্ত্রণা) হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসীদের বক্তব্য, “প্লাস্টিকের চাল খেয়ে অসুস্থ স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েরা।” প্রসঙ্গত, শুক্রবার শোভাপুর আইসিডিএস সেন্টার থেকে দেওয়া হয়েছিল দু’কিলো করে চাল। আর সেই চালের ভাত খেয়ে ৮ জন শিশু’র পেট খারাপ হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে!

thebengalpost.net
পুষ্টি যুক্ত চাল বা ফর্টিফায়েড রাইস (Fortified Rice) :

এলাকাবাসীদের অভিযোগ, চালের মান খুবই খারাপ ছিল! তার মধ্যে মেশানো ছিল, প্লাস্টিকের কিছু চাল। সেই চাল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করেছেন আইসিডিএস কর্মীরা। ওই প্লাস্টিকের চাল খেয়ে ছোট ছোট শিশুরা অসুস্থ হয়েছে! যদিও, এই বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় আইসিডিএস কর্মীরা। তাঁদের দাবি, যতক্ষণ না ভাত খেয়ে টেস্ট করব, ততক্ষণ বলতে পারবোনা কি চাল! খড়্গপুরের মহকুমাশাসক-ও এই বিষয়ে খোঁজ নিয়ে জানাবেন বলে এড়িয়ে গিয়েছেন। তবে, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল জানান, “শিশুদের পুষ্টির কথা ভেবে জেলাতে সাধারণ চালের সঙ্গে পুষ্টিযুক্ত চাল বা ফর্টিফায়েড রাইস (Fortified Rice) মেশানো হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই! তবে, পেট খারাপের বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।” প্রসঙ্গত উল্লেখ্য, বেলদা থেকে নারায়ণগড়, খড়্গপুর থেকে দাঁতন বিভিন্ন জায়গাতেই এই পুষ্টিযুক্ত চালকে, এলাকাবাসী প্লাস্টিক চাল ভেবে আতঙ্কিত হচ্ছেন! তবে, এই পুষ্টিকর দানা শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে মেশানো হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

thebengalpost.net
বিজ্ঞপ্তি :