তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি:শুধুমাত্র সন্দেহর বসে, প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ১৬ জানুয়ারি (রবিবার)’র ওই ঘটনায় অভিযুক্ত ও গ্রেফতার হওয়া ৬ মহিলাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। জানা যায়, গত ১৬ জানুয়ারি (রবিবার) ঘাটাল থানার অজবনগর গ্রাম পঞ্চায়েতের অজবনগর মধ্যপাড়ায় ‘পরকীয়া’র সন্দেহে রমা বর দোলই (নাম পরিবর্তিত) নামে এক গৃহবধূকে মারধর করা হয়। এমনকি তাঁর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে গ্রামেরই কিছু মহিলার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ৬ জন মহিলাকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। সোমবার ওই ৬ জন মহিলাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে, তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত।

thebengalpost.net
৬ মহিলার জেল হেফাজত:

উল্লেখ্য, অজবনগর মধ্যমপাড়ার এক যুবক, পেশায় গাড়িচালক খোকন বর দোলইয়ের গত ২ মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল বিষক্রিয়া মৃত্যু! মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে ওই ঘটনায় গ্রামেরই এক রমা নামে (নাম পরিবর্তিত) এক গৃহবধূ জড়িত ছিল। তাঁর সাথে খোকনের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খোকন বিষ খায় বা খাওয়ানো হয়! সেই সময় এলাকাবাসী রমার বাড়িতে হামলাও চালিয়েছিল। ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রমা (নাম পরিবর্তিত)! রবিবার সকাল নাগাদ রমা বাড়িতে ফিরলে, তাঁর বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলা। তারা প্রথমে রমার বাড়িতে ভাঙচুর করে এবং তারপর তাঁকে বাড়ি থেকে টানতে টানতে বের করে এনে প্রকাশ্য দিবালোকে মাথার চুল কেটে নেওয়া হয় এবং মারধর করা হয়। এরপরই পুলিশ পৌঁছে ৬ জন মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার তাদের আদালতে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।