দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: ডেলিভারি সংস্থার যুবক অবিনাশ শংকরের মোবাইল ছিনতাইয়ের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলো খড়্গপুর টাউন থানা। গ্রেফতার করা হলো শহরের কুখ্যাত দুষ্কৃতী, ছিনতাইবাজ ও মাদক পাচারকারী রাহুল শর্মা ওরফে শের খাঁ-কে। বছর ২০’র রাহুল শর্মা শের খাঁ নামেই দাপিয়ে বেড়াত শহরে। এর আগে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় জেল খেটেছে। সম্প্রতি, জেল থেকে বেরিয়ে মাদকচক্রের সঙ্গেও জড়িত হয়ে যায়। যুবকের মোবাইল ছিনতাই কাণ্ডেও সেই প্রধান ষড়যন্ত্রকারী বলে জানা যায়! শনিবার (১৫ জানুয়ারি) রাতে খড়্গপুরে টাউন থানার পুলিশ অভিযানে নেমে মালঞ্চার হারা কারখানার পেছন থেকে নিষিদ্ধ মাদকসহ শের খাঁ-কে গ্রেফতার করে। এনডিপিএস ধারায় গ্রেফতার করে, রবিবার তাকে আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ জানুয়ারি) রাত্রি সাড়ে ন’টা নাগাদ গোলবাজার ওভার ব্রিজ থেকে জোম্যাটো ডেলিভারি সংস্থার যুবক অবিনাশ শংকরের মোবাইল ছিনতাই হয়ে যায়। খড়্গপুর শহরের আরেক যুবক স্যামুয়েলের দুঃসাহসিকতা খরিদা থেকে নিজের স্কুটি সমেত ‘নাবালাক’ (১৬ বছর) অপরাধী বি. অখিল-কে গ্রেফতার করা হয়। সেই সময়ই খরিদা ফাঁড়ির পুলিশ-কে প্রত্যক্ষদর্শীরা জানায় আরও দুই কুখ্যাত ছিনতাইবাজ স্কুটিতে ছিল! তারা অখিলকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। জেরা করলে অখিল ও তাই বলে। তাকে শের খাঁ এবং রাজ নামে দুই দুষ্কৃতী ফাঁসিয়েছে! এরপর, শনিবার সন্ধ্যায় স্যামুয়েলকে পুরস্কৃত করার পরই খড়্গপুর টাউন থানার নেতৃত্বে বিশাল অভিযান শুরু হয়। নিষিদ্ধ মাদক সহ কুখ্যাত দুষ্কৃতী রাহুল শর্মা ওরফে শের খাঁ-কে গ্রেফতার করা হয়। তবে, রাজ নামে আরেক দুষ্কৃতী ভিন রাজ্যে পালিয়ে গেছে শের খাঁ দাবি করেছে! তবে, তার খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।