দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট বেশ কয়েক দিন ধরেই কম! উত্তরবঙ্গে ছিল বৃষ্টির পূর্বাভাস। এবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিরও পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিহারে থাকা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। রবিবার অবশ্য দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ছিল মেঘলা আকাশ! হঠাৎ করেই বেড়েছে তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২৭ ডিগ্রি। যা গতকালের তুলনায় প্রায় ৪ ডিগ্রি আর শুক্রবারের তুলনায় ৫ ডিগ্রি বেশি। আগামী বুধবার অর্থাৎ ২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে, জানুয়ারির (২০২২) শুরু থেকেই ফের হাড়কাঁপানো শীতের আগমন ঘটবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
অন্যদিকে, রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বিহারের ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসের গতিপথ পরিবর্তন হয়েছে। সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার প্রভাবেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে! সোমবার থেকেই আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি মঙ্গলবার ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে। কলকাতা এবং দুই ২৪ পরগনায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এজন্যই, ডিসেম্বরের প্রায় শেষ অবধি তাপমাত্রা একটু বাড়বে, তবে নতুন বছরের শুরু থেকেই ফের স্ব-মেজাজে ব্যাটিং শুরু করবে শীত!