দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ ডিসেম্বর: ক্রিকেটে এবার ভাজ্জি যুগের অবসান! দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে শুক্রবার সরকারিভাবে ইতি টানলেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। তিনি নিজেই টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মর্মস্পর্শী টুইটে তিনি লিখেছেন যে, “সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।” টুইটের পাশাপাশি, ইউটিউবেও একটি ভিডিও পোস্ট করে অবসরের প্রসঙ্গ উপস্থাপিত করেন হরভজন। সেখানে তিনি বলেন, “ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগোতে হয়। ভাবছিলাম যে কবে আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নেব। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি অনেকদিন আগেই অবসর নেব ভেবেছি কিন্তু সরকারি ভাবে ঘোষণা করতে পারিনি।”

thebengalpost.net
হরভজন সিং (Harbhajan Singh)

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় হরভজনের। এদিকে, কেরিয়ারের শুরুর দিকে বোলিং অ্যাকশন নিয়ে তদন্তের মুখে পড়তে হয়েছিল হরভজনকে। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে গোটা বিশ্বের নজর কেড়েছিল তরুণ এই অফ-স্পিনারের দুসরা। তিন টেস্টে ৩২টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে গত পাঁচ বছরে দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। ২০১৬ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ভাজ্জি। তবে, বেশ কয়েকবার বিতর্কের মধ্যেও পড়েছিলেন হরভজন। ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর সেই ঝামেলার কথা বহুল-চর্চিত। ক্রিকেটবিশ্বে যা পরিচিত ‘মাঙ্কিগেট’ নামে। এরপর ২০০৮ সালে আইপিএল-এর একটি ম্যাচে এস শ্রীসন্থকে চড় মারার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তবে সেসবের ঊর্ধ্বে হরভজনের ক্রিকেটীয় কেরিয়ারে এখনও জ্বলজ্বল করছে ১০৩ টি টেস্টে ৪১৭টি উইকেটের হিসেব। পাশাপাশি, ভাজ্জির অবসরে স্বাভাবিকভাবেই মন খারাপ আপামর ক্রিকেটপ্রেমীদেরও।

thebengalpost.net
টুইট বার্তা :