thebengalpost.net
কাস্টমস কর্মকর্তাদের গাড়ি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর বাজারে হানা দিলেন কাস্টমস অফিসাররা। প্রায় ৩ ঘন্টা ধরে বাজারের একের পর এক সোনার দোকানে অভিযান চালান তাঁরা। মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১২টা থেকে শুরু হওয়া লাগাতার এই অভিযানে ৩ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। কলকাতার কাস্টম দফতরের তরফে চলা এই অভিযানের ফলে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

thebengalpost.net
কাস্টমস কর্মকর্তাদের গাড়ি :

এই প্রসঙ্গে সাগরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখেন্দু শেখর দাস জানিয়েছেন যে, “মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় বিকেল প্রায় সাড়ে ৩ টে নাগাদ। নেপাল থেকে সাগরপুর এলাকায় বেআইনিভাবে সোনা এনে ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে সোনার দোকান গুলিতে অভিযান চালান অফিসাররা”। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য এলাকার ৩ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয় বলেও জানিয়েছেন সুখেন্দুবাবু। যদিও, আন্তঃদেশীয় সোনা পাচার নিয়ে কোনো যুক্তি দেখাতে পারেনি বলে, তিন জনকেই বুধবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।