দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় দেশে শীর্ষ স্থান লাভ করেছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫ টি মানদণ্ডের নিরিখে করা হয়েছে এই মূল্যায়ন। ওই রিপোর্টেই বলা হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর এজন্যই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহরে মিছিল করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। শুধু তাই নয়, ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬ তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে। UNESCO’র তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই বাংলার দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। এভাবেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার সর্বজনীন দুর্গোৎসব হয়ে উঠেছে বিশ্বজনীন। এদিনের, ধন্যবাদ সূচক মিছিল থেকে এজন্যও মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা।

thebengalpost.net
মেদিনীপুরে মিছিল :

অন্যদিকে, পুরভোটেও এবার সবুজ ঝড়! পৌরসভা নির্বাচনে রীতিমতো রেকর্ড গড়েছে ঘাসফুল শিবির। প্রায় ১৩ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে তাদের। উল্টোদিকে বিজেপি-র ভোট কমেছে প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে লড়াইতে ফিরেছে বামেরা। তাদের ভোট ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশে। ভোটের ফলাফল নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট ব্যবধানে জয়ের প্রসঙ্গে তিনি জানিয়েছেন,”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন সেজন্য মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই। ভোটটাই হয়েছে উৎসবের মতো করে। এটাই মানুষ সবথেকে বেশি গণতন্ত্রে আশা করে। আমরা মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।” পাশাপাশি, এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে তিনি জানিয়েছেন,”বাংলার রাজনীতিতে যে ঘৃণা এবং হিংসার কোনও জায়গা নেই তা আরও একবার প্রমাণ করলেন কলকাতার মানুষ। এই বিপুল জয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব।” এদিন, জেলাশহর মেদিনীপুরের মিছিলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা তাই এই খুশিতেও মাতোয়ারা হলো। খেললো সবুজ আবির। ধন্যবাদ জানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এদিন উপস্থিত ছিলেন, জেলা (মেদিনীপুর) তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, জেলা চেয়ারম্যান শান্তনু দে প্রমুখ।

thebengalpost.net
জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে :

thebengalpost.net
আবির খেলা :