দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, রাজ্যজুড়ে ৩৫০ জন গ্রুপ- সি কর্মী (স্কুলের)’র বেতন বন্ধের নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ডিসেম্বর মাস থেকেই বেতন বন্ধ হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের এই ৩৫০ জন কর্মীর। ‘অবৈধ নিয়োগ’ এর তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন কর্মী আছেন। জেলার বিদ্যালয় পরিদর্শক (DI) এর তরফে ইতিমধ্যে এই কর্মীদের বেতন বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে বলেও জানা গেছে। এই তালিকায় পূর্ব মেদিনীপুরের ২০ জন এবং ঝাড়গ্রামের ২ জন ‘ভুয়ো’ গ্রুপ- সি কর্মী আছেন। তাঁদেরও বেতন বন্ধ হচ্ছে ডিসেম্বর মাস থেকেই।

thebengalpost.net
স্কুল সার্ভিস কমিশনের নির্দেশিকা :

প্রসঙ্গত, ভুয়ো গ্রুপ- সি, গ্রুপ- ডি নিয়োগ নিয়ে আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্য জুড়ে প্রায় ৫৬৭ (৫৪২+২৫) জন গ্রুপ- ডি কর্মী এবং ৩৫০ জন গ্রুপ- সি কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে, ডিভিশন বেঞ্চ গ্রুপ- ডি কর্মীদের বেতন বন্ধের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের। কিন্তু, গ্রুপ- সি কর্মীদের বেতন বন্ধে স্থগিতাদেশ নেই। তাই আদালতের রায় (WPA 12270/2021) মেনে বেতন বন্ধ করা হচ্ছে অবিভক্ত মেদিনীপুরের ৩৬ জন সহ রাজ্যের ৩৫০ জন ভুয়ো গ্রুপ- সি কর্মীর।