দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: নারী সুরক্ষার প্রথম ধাপ নারীর সুস্বাস্থ্য! মেদিনীপুর নারী সুরক্ষা কমিটির দ্বিতীয় বর্ষপূর্তিতে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাইলেন উদ্যোক্তারা। বুধবার (৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় মেদিনীপুর শহরের উদয়পল্লী সার্বজনীন দুর্গামন্ডপ প্রাঙ্গনে এই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠান পালিত হয় মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং টিম রক্তযোদ্ধার সহযোগিতায় রক্তের গ্ৰুপ নির্ণয়ের মাধ্যমে।
মেদিনীপুর নারী সুরক্ষা কমিটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভার্থী পড়িয়া, কোষাধ্যক্ষা সোমদত্তা সাঁতরা এবং অন্যান্য সদস্যবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রোশেনারা খান, ঝর্ণা আচার্য, মেদিনীপুর ছাত্র সমাজের সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সুস্মিতা কুন্ডু, নবনীতা মিশ্র, সুমনা রায়, ফারুক মল্লিক, প্রজ্ঞাপারমিতা মন্ডল, দুই চিকিৎসক যথাক্রমে ডাঃ পার্থ ঘোষ এবং ডাঃ নিকিতা গুপ্তা এবং টিম রক্তযোদ্ধার আরও অনেকে। উল্লেখ্য যে, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিবৃন্দকে স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয় মহিলাদের।