তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: ছাত্র-ছাত্রীদের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। মাথা হেঁট হয়ে গিয়েছিল বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমা তথা অবিভক্ত মেদিনীপুরের বাসিন্দাদেরও! পরিস্থিতি এমন হয় ছাত্র-ছাত্রীরা রাস্তাঘাটে বের হলে তাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিস্থিতিতেই মঙ্গলবার, পশ্চিম চন্দ্রকোনার সেই শতাব্দী প্রাচীন জাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা আইনি সহায়তা কেন্দ্রের সহযোগিতায়, আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, মেদিনীপুর জেলা জর্জ কোটের বিচারক সম্রাট রায়‌, চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, রামজীবনপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুনিতা রানা প্রমুখ।

thebengalpost.net
আইনি সচেতনতা শিবির :

এদিনের এই আইনি শিবিরে আলোচকরা ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও সঠিকভাবে পথ চলার দিকগুলি তুলে ধরেন। বক্তারা বলেন, বিদ্যালয় একটি মন্দির। বিদ্যালয়ের মর্যাদা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই দায়িত্ব সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, প্রত্যেকেরই। জাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখার্জী বলেন, “আজকের এই আইনি সচেতনতা শিবির থেকে আশা করি ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করবে; তারা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবে।” সর্বোপরি, আগামীদিনের পথ চলায় তারা নিজেদেরকে সঠিক পথে চালিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।