তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ভোর রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। আগামীকাল বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ‘হলুদ’ সতর্কতা থাকলেও, আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এদিকে, মৎস্যজীবী ও কৃষকদের আগেই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল! তবে, তা উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় দেখা গেল কৃষকরা মাঠে আলু লাগাচ্ছেন। কৃষকরা জানাচ্ছেন, নিরুপায় হয়ে তাঁদের আলু লাগাতেই হচ্ছে! কারণ, লাগানোর জন্য ২-৩ দিন আগেই কাটা হয়ে গিয়েছিল আলু। এমনকি, চাষের জমিও আলু লাগানোর উপযোগী করে তোলা হয়েছিল। তাই, দুর্যোগ উপেক্ষা করেই আলু লাগাতে হচ্ছে! এমনকি, সতর্কতা মেনে মাঠের সব ধান ঘরে তুলতে পারেননি অনেক কৃষকই। ঘাটাল মহকুমার সকল চাষি জানাচ্ছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে চরম আর্থিক সংকটের মুখে পড়বেন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষকরা।

thebengalpost.net
দুর্যোগ উপেক্ষা করেই চলছে আলু লাগানো, মাঠেই ঢাকা দেওয়া আছে ধান (নিজস্ব ছবি) :

thebengalpost.net
ঘাটাল শহরের দখল নিল NDRF বাহিনী:

এদিকে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় জাওয়াদের সচেতনতায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সচেতন করে এনডিআরএফ এর একটি টিম। গতকাল (শুক্রবার) বিকেলে, ঘাটাল ব্লকের ঘোলসাই ফ্লাড সেল্টারে পৌঁছয় কল্যাণী থেকে দ্বিতীয় ব্যাটেলিয়ানের ১৮ জনের একটি এনডিআরএফ টিম। এদিন সেই টিম ঘাটালের ঘোলসাই, কুঠি কোনারপুর, বরদাচৌকান সহ বেশকিছু এলাকায় টহলদারির সাথে মাইকিং প্রচার করে। পাশাপাশি, এলাকার মানুষদের সাথে কথা বলে ঘূর্ণিঝড় সম্পর্কে করণীয় বিষয়গুলিও অবগত করার কাজ করেন এনডিআরএফ এর আধিকারিক। একই ভাবে মহকুমার চন্দ্রকোনাতেও ঘূর্ণিঝড় নিয়ে সচেতনতা প্রচার চালায় এই দলটি।চন্দ্রকোনার গাছশীতলা মোড় এলাকায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সাথে কথা বলে ঘূর্ণিঝড় নিয়ে অবগত করা হয়।

thebengalpost.net
ঘাটালে চলছে মাইকিং :

thebengalpost.net
আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে :