দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩০ নভেম্বর: ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে গেছে স্কুল। তবে, ক্লাস হচ্ছে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি। অতিমারির প্রকোপ অনেকটা কমায়, এবার বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে প্রথম থেকে অষ্টম শ্রেণি অবধিও ক্লাস চালু করার বিষয়ে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ডিসেম্বর মাসে নতুন করে করোনা’র দাপট শুরু না হলে, জানুয়ারি’র শুরুতেই খুলে দেওয়া হবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি। সমস্ত শ্রেণীর ক্লাস চালু করে দেওয়া হবে। সোমবার (২৯ নভেম্বর) তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অফলাইনে পঠন পাঠন বন্ধ থাকা বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভাগে মিড-ডে মিলে রান্না করা খাবার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে সমস্ত জেলাশাসক এবং মহকুমা শাসককে চিঠি দেওয়া হয়েছে।

thebengalpost.net
মিড-ডে মিলের খোঁজখবর নেওয়া শুরু হল :

শিক্ষা দপ্তর থেকে পাঠানো এই চিঠিতে স্কুলগুলিতে মিড-ডে মিলে রান্না করা খাবার পরিবেশনের জন্য সব সরঞ্জাম ঠিকমত আছে কিনা, তা আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভাগে অফলাইনে পঠন পঠন শুরু হয়েছে। এই চিঠির ফলে আগামী বছরের শুরুতেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে অফলাইন ক্লাস শুরু হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, করোনা’র নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে বিভিন্ন মহলে আশংকা প্রকাশ করা হলেও, এখন অবধি ভারতে বা বাংলায় এর প্রভাব লক্ষ্য করা যায়নি! তবে, পরিস্থিতির দিকে নজর রাখছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।