দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৯ নভেম্বর: আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) তথা সংক্ষেপে আইএসএল (ISL)। প্রথম দিনের খেলা শুরু হচ্ছে এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি-এর ম্যাচ দিয়ে। ‌ সন্ধ্যা সাতটায় আজকের খেলা শুরু। স্বভাবতই মোহনবাগান পাগল বাঙালিরা উত্তেজনায় টগবগ করে ফুটছেন! ব্যতিক্রম নন, মেদিনীপুরের মোহনবাগানীরাও। তাই, এবারের আইএসএল (২০২১-২০২২) প্রতিযোগিতায় মোহনবাগানের সাফল্য কামনা করে, মেদিনীপুর শহরের সুপ্রসিদ্ধ বটতলা কালীমন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনবাগান ফ্যান ক্লাব ওয়েস্ট মেদিনীপুর মেরিনার্স এর সদস্যবৃন্দ। সংস্থার পক্ষে অভ্রজ্যোতি নাগ বললেন, “শুধু আজকের খেলা নয়, আমরা এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন দেখতে চাই! তাই প্রিয় দলের সাফল্য কামনায় মায়ের মন্দিরে পুজো দিলাম।”

thebengalpost.net
বটতলা কালীমন্দিরে মোহনবাগানের ফ্যান ক্লাবের সদস্যরা :

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান (ATK MOHUN BAGAN)। কিন্তু, বাংলার আপামর মোহনবাগানীরা এবার তাঁদের প্রিয় দলকে চ্যাম্পিয়ন দেখতে চান! সেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে মায়ের কাছে পুজো দিলেন মেদিনীপুরের মোহনবাগানীরা। এদিন, উপস্থিত ছিলেন মেদিনীপুর মেরিনার্সের সভাপতি আশীষ কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক অভ্ৰজ্যোতি নাগ ও সুরজিৎ পিরি সহ সদস্য হরিহর ভট্টাচার্য্য, কৌস্তভ ভকত, বাসুদেব চক্রবর্তী প্রমুখ।

thebengalpost.net
মায়ের মন্দিরে মোহনবাগানীরা :