thebengalpost.net
খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানাতে আসছেন প্রথমজন :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: সাতসকালে একই জায়গায় পরপর দু’টি ছিনতাইয়ের ঘটনা রেলশহর খড়্গপুরে! চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। খড়গপুর শহরের মথুরাকাঠি এলাকায় এই দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রথম ছিনতাইয়ের ঘটনায় এক মহিলার সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। শুক্রবা সকালে মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই একটি বাইকে দুই যুবক এসে এ. ওমা নামক এক মহিলার গলা থেকে প্রায় তিন ভরির সোনার হার ছিনতাই করে চম্পট দেয়! মিনিট কয়েকের মধ্যেই এক মহিলার বাড়ির সামনে থেকে তাঁর হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা! কে.মীনাক্ষী নামে ওই মহিলা বাড়ির বাইরেই রঙ্গোলি দিচ্ছিলেন! একই কায়দায় ওই মহিলার হার ছিনতাই করে দুই দুষ্কৃতী পালিয়ে যায়।

thebengalpost.net
খড়্গপুর টাউন থানায় অভিযোগ জানাতে আসছেন প্রথমজন (এ. ওমা) :

একেবারে একই কায়দায়, প্রায় একই এলাকায় দু-দু’টি ছিনতাইয়ের ঘটনায় শুধু খড়্গপুর নয়, জেলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে! কারণ, জেলার বিভিন্ন প্রান্ত থেকেই সাধারণ মানুষ ও মহিলাদের খড়্গপুর শহরে যেতে হয় বিভিন্ন কাজে। সেক্ষেত্রে এই শহর সাধারণ মানুষের জন্য এখন কতটা নিরাপদ, তা নিয়ে আরও একবার উঠে গেল প্রশ্ন! খড়্গপুর টাউন থানা পুলিশ ওই দুষ্কৃতীদের অবিলম্বে পাকড়াও করার জন্য অভিযান শুরু করেছে। অন্যদিকে, এই দুই ঘটনায় একই ছিনতাইকারীরা জড়িত বলে সন্দেহ স্থানীয়দের। তবে, এই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। আর, এভাবে সাতসকালে রীতিমতো জনবহুল এলাকায় এই দুষ্কৃতী রাজে ফের একবার আতঙ্ক ছড়ানো খড়্গপুর শহরে!

thebengalpost.net
দ্বিতীয় ছিনতাইয়ের ঘটনার বিবরণ দিচ্ছেন কে. মীনাক্ষী :