দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরে অবস্থিত জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে (কালেক্টরেট চত্বরে) উদ্বোধন হল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এর নতুন এটিএম কাউন্টারের (ATM Counter)। বুধবার জেলাশাসক ডঃ রশ্মি কমল এই কাউন্টারটির উদ্বোধন করেন দুপুর নাগাদ। এই কাউন্টারের পোশাকি নাম- এটিএম রি-সাইক্লার (ATM Recycler)। কারণ, এই কাউন্টারে টাকা তোলা যেমন যাবে, টাকা জমা বা ডিপোজিট (Deposit)ও করতে পারবেন গ্রাহকরা। তাই এরকম নাম। এর ফলে ব্যস্ততম কালেক্টরেট চত্বর বা জেলাশাসকের কার্যালয়ে আসা অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। জেলাশাসকের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার।

thebengalpost.net
জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে ATM কাউন্টারের উদ্বোধন :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও Axis Bank এর তরফে এটিএম কাউন্টার করা হয়েছে। এ নিয়ে মেদিনীপুর শহরে অবস্থিত দু’টি গুরুত্বপূর্ণ চত্বর বা ক্যাম্পাসের মধ্যে এই ব্যাঙ্কের এটিএম কাউন্টার করা হল বলে জানিয়েছেন Axis Bank এর ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত মিশ্র। এদিন, তিনি ছাড়াও Axis Bank কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন ক্লাস্টার হেড (ব্রাঞ্চ ব্যাঙ্কিং) কিংশুক সাহা, মেদিনীপুর শাখার ম্যানেজার মনোদীপ মুখার্জি প্রমুখ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় Axis Bank এর মোট শাখা আছে ৯ টি। সর্বশেষ শাখার উদ্বোধন হয়েছে কেশপুর ব্লকের ন্যাড়াদেউল সংলগ্ন সিরাজপুরে।

thebengalpost.net
উদ্বোধন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল :

thebengalpost.net
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকারও :