দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। পুজোর পর সংক্রমণ বাড়ার কারণেই রাজ্যজুড়ে ফের মাইক্রো কনটেইনমেন্ট জোন বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা তৈরি করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে আগামীকাল থেকে ১২ টি মাইক্রো কনটেনমেন্ট করা হচ্ছে। খড়্গপুরে ৯ টি ও মেদিনীপুরে ৩ টি। উল্লেখ্য যে, জেলার মধ্যে এই দু’টি জায়গাতেই, বিশেষত দুই শহরে সংক্রমণের আধিক্য দেখা গেছে। জেলার মোট সংক্রমণের ৮০ থেকে ৯০ শতাংশ এই মেদিনীপুর ও খড়্গপুরের। তাই, জেলা প্রশাসনের তরফে ফের মেদিনীপুর ও খড়্গপুরের মোট ১২ টি জায়গা আগামীকাল (২৭ অক্টোবর) থেকে পরবর্তী ৭ দিন অর্থাৎ ২ নভেম্বর পর্যন্ত গন্ডীবদ্ধ করা হচ্ছে। মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর, বিধান নগর ও বার্জটাউনের নির্দিষ্ট কিছু এলাকায় এই তালিকায় আছে। অপরদিকে, খড়্গপুর শহরের কৌশল্যা, ইন্দা নিমপুরা, প্রেমবাজার, সুভাষপল্লী, ঝাপেটাপুর, সাউথ সাইড, আইআইটি ফ্লাইওভার সংলগ্ন কয়েকটি এলাকা আছে।
মঙ্গলবার জেলাশাসক ড. রশ্মি কমলের জারি করা নির্দেশিকা অনুযায়ী, জেলার এই ১২ টি জায়গায় আগামী ৭ দিন বন্ধ থাকবে দোকানপাট, বাজার, অফিস-আদালত ও যানবাহন চলাচল। তবে, অনুমতি সাপেক্ষে জরুরী পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি যথারীতি চালু থাকবে। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, ৯ জন খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকার। এর মধ্যে, রেল ও আইআইটি সূত্রে ৪ জন। চাঙ্গুয়াল (গ্রামীণ) এলাকার ৩ জন ও শহরের ২ জন। মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন। এর মধ্যে, পাটনা বাজারে ২ জন, রবীন্দ্র নগরে ২ জন এবং নেতাজিনগর, বিধাননগর, বাড়মানিকপুর ও মেডিক্যাল কলেজে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী (কোঁড়েদানা), ডেবরা (বড়গড়), নারায়ণগড়, ঘাটাল ও দাসপুরে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।