দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ২১ অক্টোবর: নিঃসন্দেহে ঐতিহাসিক সন্ধিক্ষণ! বিশ্বের দ্বিতীয় দেশ (চীনের পর) হিসেবে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করল ভারত। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য অনুযায়ী, প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। দু’টি ডোজই পেয়েছেন প্রায় সাড়ে ২৯ কোটি দেশবাসী। ২০২১ এর ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনার টিকাকরণ। ৯ মাস পাঁচ দিনের মাথায় ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল! সারা দেশবাসীর সাথে সাথে, খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এদিন, ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি, রাষ্ট্রপতি লিখেছেন, “দেশ আজ ইতিহাস গড়েছে। সব নাগরিক এক হয়ে ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরোতে সাহায্য করেছেন। এই নজির গড়ার জন্য দেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।” অপরদিকে, এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আজ একুশে অক্টোবর ইতিহাসে স্থান পেয়েছে। দেশ ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পার করেছে। সবচেয়ে বড় মহামারী মোকাবিলার জন্য ১০০ কোটির ভ্যাকসিন রক্ষাকবচ। আমরা সবাই মিলে করোনাকে হারাব। ১০০ কোটির ভ্যাকসিনের সাফল্য প্রত্যেক ভারতীয়কে উৎসর্গ করছি।”

thebengalpost.net
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বার্তা :

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, ভ্যাকসিনেশনে সবার উপরে উত্তরপ্রদেশ। এই রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় সাড়ে ৯ কোটি মানুষ। দু’টি ডোজ পেয়েছেন পৌনে তিন কোটি নাগরিক। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সংখ্যাটা যথাক্রমে সাড়ে ৬ কোটি ও ৩ কোটি। অপরদিকে, ভ্যাকসিনেশনে তিন নম্বরে পশ্চিমবঙ্গ। ৫ কোটিরও বেশি বঙ্গবাসী পেয়েছেন টিকার প্রথম ডোজ। প্রায় ২ কোটি মানুষ পেয়েছেন দু’টি ডোজই। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে বেড়েছে করোনা সংক্রমণ! সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৬১ জন। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা! গত চব্বিশ ঘণ্টায় ২৩২ জন করোনা সংক্রমিত হয়েছেন কলকাতায়।

thebengalpost.net
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা :

এদিকে, ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সাথে সাথেই ফোনে ফোনে রিংটোনও বদলে গেল! কেন্দ্রীয় সরকারের কোভিড বার্তা এখন টিকাকরণের সাফল্য-বার্তায় পরিণত হল। অন্যদিকে, ঐতিহাসিক এই মুহূর্ত-কে উদযাপন করতে বিখ্যাত সঙ্গীতশিল্পী কৈলাশ খেরের গাওয়া একটি গানও তৈরি করা হয়েছে। যা ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে! কোভিড টিকা তৈরি করে, শুধু ভারত নয় সারা দেশকে বাঁচিয়েছে ভারত। করোনা-কে রুখে দিয়েছেন এ দেশের বিজ্ঞানী, চিকিৎসক সহ আপামর জনসাধারণ! তাই গানের কথায়- “সবকা সাথ, সবকা প্রয়াস, হ্যায় সবকা এহি উদ্দেশ্য”। আর গানের বার্তা, “টিকে সে বাঁচা হ্যায় দেশ, টিকে সে/ টিকে সে বাঁচেগা দেশ, টিকে সে”! (শুনে নিন সেই গান।)