দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: সিএবি (Cricket Association of Bengal)’র নবগঠিত ডিস্ট্রিক্ট কমিটি বা জেলা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মেদিনীপুর শহরের সঞ্জীত তোরই। শুধু মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়া জগতের সুপরিচিত নাম সঞ্জীত। দীর্ঘদিন ক্রীড়া প্রশাসনের সঙ্গে সঞ্জীত এই মুহূর্তে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা (SDSA)’র যুগ্ম সম্পাদক পদেও আছেন। স্বভাবতই, সিএবি’র কমিটিতে সঞ্জীত স্থান পাওয়ায় গর্বিত সারা মেদিনীপুর তথা জেলা। সঞ্জীত-কে শুভেচ্ছা জানানো হয়েছে জেলা ও মহকুমা ক্রীড়া প্রশাসনের পক্ষ থেকে।

thebengalpost.net
বিসিসিআই (BCCI) এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি’র সঙ্গে মেদিনীপুর শহরে সঞ্জীত তোরই (ফাইল ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি লোধা কমিশনের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই (BCCI- Board of Control for Cricket in India) কে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতিটি রাজ্য স্তরের ক্রীড়া সংস্থায় যেন জেলার প্রতিনিধিদের স্থান দেওয়া হয়। সেই সূত্র ধরেই, বাংলা-ক্রিকেটের ক্রীড়া সংস্থা সিএবি (CAB)- তেও জেলার প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছে। এক্ষেত্রে, জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে সিএবি’র তরফে যে ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মেদিনীপুরের সঞ্জীত তোরই। এও জানা গেছে, সিএবি’র অন্যান্য কমিটিগুলোতেও জায়গা পেয়েছেন বিভিন্ন জেলার ক্রীড়া প্রশাসনের ব্যক্তিত্বরা। সঞ্জীত বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, “জেলার ক্রিকেটের স্বার্থে এবং জেলাস্তর থেকে ক্রিকেটার তুলে নিয়ে আসার উপর জোর দিয়েছে লোধা কমিশন। এই কমিটিতে অন্য জেলার বেশ কয়েকজনও আছেন। ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে দায়িত্ব অনেক বেড়ে গেল। ধন্যবাদ জানাই সিএবি সহ সংশ্লিষ্ট সকল আধিকারিকদের।” জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটির মেম্বার সুজয় হাজরা, মহকুমা ক্রীড়া সংস্থার অপর সম্পাদক সন্দীপ সিংহ, জেলা রেফারি ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের ইন্দ্রজিৎ পানিগ্রাহী প্রমুখ সঞ্জীত-কে অভিনন্দন জানিয়েছেন।

thebengalpost.net
সঞ্জীত তোরই :