দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ অক্টোবর: প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাত সাড়ে ৮ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মঠের তরফে। মঠ সূত্রে জানা গিয়েছে যে, সোমবার বিকেল সাড়ে ৩ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বেলুড় মঠে শায়িত থাকবে স্বামী অমেয়ানন্দের দেহ। রাত ৯ টা নাগাদ বেলুড়েই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

thebengalpost.net
স্বামী অমেয়ানন্দ :

প্রবীণ এই সন্ন্যাসীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার প্রাক্তন অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজি মহারাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। স্বামী অমেয়ানন্দজি রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি ২০১১ সালে রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর কর্ম ও শিক্ষা মঠ ও মিশনের অনুগামীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল।” এদিকে, মহারাজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভক্তমহলেও।