দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১৬ অক্টোবর: বিকেলেই যেন আঁধার ঘনিয়ে এল মেদিনীপুর-খড়্গপুর জুড়ে! মুষলধারে বৃষ্টিপাতও হল। সঙ্গে বজ্রপাত। দুর্যোগ বাড়বে আগামী দু’দিন। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মধ্য বঙ্গোপসাগরের উত্তর অংশে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ২ দিন উপকূলবর্তী দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য এই দু’দিন রেড এলার্ট জারি করা হয়েছে।

thebengalpost.net
আবহাওয়া’র পূর্বাভাস :

উল্লেখ্য যে, মধ্য বঙ্গোপসাগরের উত্তর অংশে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রবি ও সোমবার। শনিবারও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকাতেই। তবে, আগামীকাল তা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘কোম্পাসু’ ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরেও৷ আর, তার জেরেই প্রভাব পড়তে পারে ভারতে। এমনটাও আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ।