দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: পুজোর পরই খুলে যেতে পারে স্কুল। তাই, আর ঝুঁকি নিতে রাজি নয় রেল শহরের দুষ্কৃতীরা! সাফাই অভিযানে নেমে পড়লেন। এক্কেবারে থানার অদূরে অন্ধ্রা হায়ার সেকেন্ডারি স্কুলেই হানা দিলেন বৃহস্পতিবার রাতে! শুক্রবার সকালবেলা স্কুল কর্তৃপক্ষ দেখলেন, একটাও রেখে যায়নি, ৪৬ খানা সিলিং ফ্যান-ই নিজেদের মনে করে নিয়ে গেছে দুষ্কৃতীদল! তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানা।
প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড কালে বন্ধ আছে স্কুল। সেই সুযোগই নিল ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরের দুষ্কৃতীরা। খড়্গপুর টাউন থানা থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে থাকা অন্ধ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, রাতের অন্ধকারে হানা দিয়ে ৪৬ টা সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়্গপুর এলাকায়। এমনিতেই, খড়্গপুরে বিগত কয়েক দিন ধরে যেভাবে চুরির ঘটনা ঘটছে, তাতে দুশ্চিন্তায় স্থানীয়রা। তার উপরে স্কুলেও চুরি! উল্লেখ্য যে, ওই বন্ধ স্কুল চত্বরেই রয়েছে স্কুল-কেয়ারটেকারের আবাসন। কিন্তু, কিছুটা দূরে হওয়ার জন্য, তিনি কিছু টের পাননি! সেই সুযোগকে কাজে লাগিয়ে ৪৬ টি সিলিং ফ্যান খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।