দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৭ অক্টোবর: উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বেশ কয়েকদিন ধরে চলা একটানা নিম্নমুখী সংক্রমণের পর দেশের করোনা গ্রাফ এখন ঊর্ধ্বমুখী! পাশাপাশি, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। উৎসবের আবহে এই পরিসংখ্যান যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের, তা বলার অপেক্ষা রাখেনা। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৮৩৩। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ২৭৮। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬০২ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন ৯২ কোটি ৬৩ লক্ষ ৬৮ হাজার ৬০৮ জন।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে সাতশো’র উপরেই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৭৮৬। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৬। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৪ হাজার ১৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯৩ জন। গত একদিনে মোট ৩৫ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১০ জন।