দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: Axis Bank (অ্যাক্সিস ব্যাঙ্ক) এর আরও একটি শাখা (Branch)’ র উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরে। কেশপুর ব্লকের ন্যাড়াদেউল সংলগ্ন সিরাজপুরে এই শাখার উদ্বোধন হল। বুধবার এই শাখার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পীনাকী রঞ্জন প্রধান, কেশপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) দীপক ঘোষ। এছাড়াও ছিলেন, AXIS BANK এর ক্লাস্টার ম্যানেজার (Cluster Manager) প্রশান্ত মিশ্র, অন্যতম আধিকারিক গৌতম রায় প্রমুখ।

thebengalpost.net
উদ্বোধন করলেন জেলাশাসক :

thebengalpost.net
AXIS BANK এর আরও একটি শাখা পশ্চিম মেদিনীপুরে :

উল্লেখ্য যে, এই সিরাজপুর (ন্যাড়াদেউল) শাখাটি সহ পশ্চিম মেদিনীপুর জেলায় অ্যাক্সিস ব্যাঙ্কের মোট শাখা (Branch) সংখ্যা দাঁড়াল ৯ টি। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্লাস্টার ম্যানেজার প্রশান্ত মিশ্র জানিয়েছেন, “এ নিয়ে জেলায় আমাদের মোট ৯ টি শাখা গড়ে উঠলো। এদিন জেলাশাসক ডঃ রশ্মি কমল উপস্থিত ছিলেন এবং তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। যদিও, আমরা তা করে থাকি। তবে, ভবিষ্যতেও সরকারি প্রকল্পে সঠিক বাস্তবায়ন এবং জেলাবাসীকে আরও উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করব।”

thebengalpost.net
নতুন শাখা (Axis Bank) :