দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: পুজোর আগেই মাথায় আকাশ ভেঙে পড়ল ব্যবসায়ীদের! আদালতের নির্দেশে দোকান পত্র সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল প্রশাসনের পূর্ত দফতরের পক্ষ থেকে। জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে, বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের ধারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১৪ টি দোকান সোমবার ভেঙে দেওয়া হয়েছে। পূর্ত দফতরের জায়গা দখল করে এই দোকানগুলি গড়ে উঠেছিল বলে জানা গেছে। তবে, নূন্যতম সময় না দিয়ে জিনিসপত্র সমেত দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় চরম হতাশ ও ক্ষুব্ধ ব্যবসায়ীর।

thebengalpost.net
স্বপন জানা (হতাশ ব্যবসায়ী) :

পুজোর আগেই প্রশাসনের এই পদক্ষেপে মাথায় হাত কেশিয়াড়ির ওই দোকানদারদের। কিভাবে তাঁরা এই ধাক্কা সামলাবেন তা ভেবে উঠতে পারছেনা না! স্বপন জানা নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, “আমাদের একটুও সময় দেওয়া হলনা! কাগজপত্র দেখানো হল, তারপরই বললেন ভেঙে দেওয়া হবে দোকান। বেশ, ভাঙা শুরু হয়ে গেল। জিনিসপত্র সব ভেতরেই থেকে গেল!” অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে খড়্গপুরের সহকারি বাস্তুকার জানান, মহামান্য আদালতের নির্দেশে, বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে থাকা অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে।