দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৫ সেপ্টেম্বর: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত! অদৃশ্য মারণ ভাইরাসের মাত্রাতিরিক্ত সংক্রমণে জর্জরিত হয়ে এবার একটু একটু করে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। আপাতত দেশে করোনার প্রকোপ থেকে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি, কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৪ কোটি ৮৯ লক্ষ ২৯ হাজার ১৬০ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৭১ লক্ষেরও বেশি মানুষ।
এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৭। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭৪ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৪১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২৫ জন ও ১২ জন। শনিবার সকালের রিপোর্টে যে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের মধ্যে আছে ১৬ দিনের একটি শিশু এবং তার মা (২২)। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। ওই মহকুমারই বাসিন্দা। এছাড়াও, ওই মহাকুমার আরও ৩ জন, কেশিয়াড়িতে ১ জন, মেদিনীপুর শহরে ৩ জন এবং খড়্গপুর রেল সূত্রে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন।