দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বাংলার আকাশ থেকে বিপদের মেঘ যেন কাটছেই না! বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের (Cyclone Gulab) আশঙ্কা দেখা দিয়েছে। ‘”গুলাব” নামের এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। রবি ও সোমবারের মাঝামাঝি সেটি উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুলাব বর্তমানে গভীর নিম্নচাপের রূপে রয়েছে। ক্রমশ তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং শেষে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা করছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা আর সাইক্লোন “গুলাব”- এর রণংদেহী রূপ! চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার তা অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপরই রবিবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে পৌঁছবে। গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সে। অন্যদিকে রবিবার-সোমবারের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলা ও বাংলাদেশ উপকূলে আসবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে- পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ‘হলুদ’ সর্তকতা জারি করা হয়েছে যথাক্রমে- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। এই জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ওইদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, মঙ্গলবার আসছে আরও বড় দুর্যোগ! ওইদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ‘কমলা’ সর্তকতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগণা- তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।