দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এর চেয়ারম্যান মনোনীত হলেন, শিক্ষক নেতা কৃষ্ণেন্দু বিষই (Krishnendu Bisoi)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা সহ ২১ টি জেলায় নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় গত দেড় বছর ধরে (২০২০’র ১৩ ফেব্রুয়ারির পর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন, ডি আই (জেলা বিদ্যালয় পরিদর্শক, প্রাথমিক) তরুণ সরকার। কৃষ্ণেন্দু ছিলেন প্রাইমারি বোর্ডের সরকারি প্রতিনিধি। এবার, সেই কৃষ্ণেন্দু-কেই নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল রাজ্য শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে। দীর্ঘদিন পর স্থায়ী চেয়ারম্যান পেল জেলার শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য যে, চন্দ্রকোনা রোড জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য ও জেলা জুড়ে শিক্ষক নেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল। অন্যদিকে, গড়বেতা- ৩ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে তিনি নিজের প্রশাসনিক দক্ষতারও পরিচয় দিয়েছেন। এদিকে, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি জেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খুশি ও গর্বিত জেলার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা! কৃষ্ণেন্দু-কে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের বর্ষীয়ান শিক্ষক নেতা তথা জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেছেন, “একজন প্রাথমিক শিক্ষকই শিক্ষকদের প্রকৃত সমস্যা বুঝতে পারবেন এবং সেই মতো সমাধানের চেষ্টা করবেন। তাই রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।” কৃষ্ণেন্দু-কে শুভেচ্ছা জানিয়েছেন শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা’ও। আর, কৃষ্ণেন্দু বলেছেন, “চেয়ারম্যান হওয়ার আগেও শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা’র কথা রাজ্যে তুলে ধরেছি। এবার, দায়িত্ব আরও বেড়ে গেল। সকলের সহযোগিতা নিয়ে, জেলার প্রাথমিক শিক্ষা’র প্রসারে কাজ করে যেতে চাই।”
অন্যদিকে, ঝাড়গ্রাম জেলায় নতুন চেয়ারম্যান হয়েছেন শিক্ষক নেতা জয়দীপ হোতা। তিনি ওই জেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পূর্ব মেদিনীপুরে চেয়ারম্যান হয়েছেন শিক্ষক হাবিবুর রহমান। বাঁকুড়া’র চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক বসুমিত্র পন্ডা। পুরুলিয়া’র চেয়ারম্যান হয়েছেন শিক্ষক রাজীব লোচন সরেন। বীরভূমের চেয়ারম্যান হয়েছেন প্রলয় নায়েক। হাওড়া ও হুগলি-তে যথাক্রমে- কৃষ্ণা ঘোষ ও শিল্পা নন্দী। এছাড়াও, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ রাজ্যের মোট ২১ টি জেলার ডিপিএসসি (District Primary School Council)- তে নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন বৃহস্পতিবার।