দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: ইয়াস (Yaas) তাণ্ডবেও এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহর মেদিনীপুরে থেকে রেলশহর খড়্গপুর কিংবা গড়বেতা, শালবনী-র মতো উঁচু এলাকাগুলিতে। কিন্তু, মাত্র ২০-২৫ ঘন্টার ভয়াবহ বৃষ্টিতে প্রায় পুরো মেদিনীপুর ও খড়্গপুর জলের তলায় চলে গেছে। মেদিনীপুর শহরে ভেঙ্গে পড়েছে একাধিক মাটির বাড়ি। একেবারে মাঝ শহরে বার্জটাউন এলাকায় বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের দেওয়াল ভেঙে পড়েছে। জলের তলায় চলে গেছে ২, ৪, ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮ প্রভৃতি ওয়ার্ডগুলি। বাড়িতে বাড়িতে এক কোমর জল। জল প্রবেশ করেছে বেডরুমেও। মাত্র কয়েকটি ওয়ার্ড ছাড়া প্রায় পুরো শহরের অবস্থাই বিপর্যস্ত! রাস্তায় নেমেছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ শাসক দলের নেতা-কর্মীরা। রাস্তায় নেমেছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারপারসন সৌমেন খান সহ প্রশাসক মন্ডলীর সদস্য বিশ্বনাথ পান্ডব প্রমুখ সকলেই। সুজয় জানালেন, “মেদিনীপুর শহরে একটানা ১২-১৪ ঘন্টার এমন ভয়ানক বৃষ্টি আমি গত কয়েক দশকে দেখিনি। ২৯ জুলাইয়ের রেকর্ডও বোধহয় ভেঙে যাবে। যাই হোক, কয়েক শত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন এবং আমরা সতর্ক নজর রেখেছি পরিস্থিতির দিকে।”

thebengalpost.net
খড়্গপুর স্টেশন :

thebengalpost.net
মেদিনীপুর শহরের বার্জটাউনে রাস্তার উপর ভেঙে পড়ল বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের প্রাচীর :

অন্যদিকে, জলের তলায় পুরো খড়্গপুরও। ১ থেকে ৮ নং ওয়ার্ড প্রায় পুরোটাই জলের তলায়। জলের তলায় ২৯, ৩৩, ৩৪ প্রভৃতি ওয়ার্ড গুলিও। এছাড়াও, প্রায় প্রতিটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জলের তলায় পুরো খড়গপুর স্টেশন। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আর, এর মধ্যেই বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পশ্চিম পাতরী গ্রামে। কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে, গতকাল রাত থেকে অনবরত বৃষ্টি হওয়ার কারণে গতকাল রাতে মাটির বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে রাখাল হেমব্রম (৩৬) বলে এক ব্যক্তির ওপর। জানা গেছে, রাখাল হেমব্রম বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময় বাড়ির দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই রাখালের মৃত্যু হয়! পরিবারের লোকেরা আজ সকালে দেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। আরও একজনের মৃত্যু হয়েছে খড়্গপুর শহরে। খড়গপুর টাউন থানার অন্তর্গত খরিদায় ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত লালডাঙা এলাকায় সঞ্জয় খামরুই (৩৫) নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে গিয়ে মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে, টাউন থানায় খবর দেয়।

thebengalpost.net
জলের তলায় মেদিনীপুর শহর :

অন্যদিকে, গতকাল মৃত্যু হয়েছে ৩ টি গবাদিপশুর। টানা বৃষ্টির জেরে প্রাণ গেল তিন গবাদিপশুর! মঙ্গলবার এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী কেশপুরবাসী! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চরকা গ্রামে। গত দুই দিনের টানা বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার সকাল নাগাদ কেশপুর ব্লক এর চরকা গ্রামের শেখ আশির উদ্দিন আলী নামের এক ব্যক্তির দোতলা মাটির বাড়িটির সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। আর সেই মাটির বাড়ির দেওয়ালের অংশেই চাপা পড়ে মৃত্যু হয় তিন গবাদিপশুর। জানা গিয়েছে ওই তিনটি গবাদিপশু ওই বাড়ির সংলগ্ন একটি গোয়াল ঘরে বাঁধা ছিল কিন্তু হঠাৎ এই বাড়িটি ভেঙে গোয়াল ঘরের ওপর বাড়ির দেওয়াল পড়ে যাওয়ার কারণেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন গবাদিপশুর। ঘটনার খবর পাওয়ার পরেই কেশপুর থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত হয় ঘটনাস্থলে এর পরেই জেসিবি মেশিন দিয়ে মৃত ওই গবাদিপশুর দেহগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে, এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যা অবধি চলবে মেদিনীপুর-খড়্গপুর সহ দক্ষিণবঙ্গে ভয়াবহ দুর্যোগ। নিম্নচাপ এখন ছত্তিশগড়ে অবস্থান করছে বলে জানা গেছে। তা উত্তরপ্রদেশের দিকে চলে গেলে দক্ষিণবঙ্গ সহ পুরো রাজ্যে বৃষ্টি একটু কমবে বলে জানা গেছে। তবে, এর মধ্যেই আশঙ্কার খবরও পাওয়া গেছে একটি সূত্রে। ফের আরেকটি নিম্নচাপ দানা বাঁধছে বলে জানা গেছে। যা শুক্রবার থেকে সক্রিয় হতে পারে! তবে, আজকের আবহাওয়া বুলেটিন এলে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে এই বিষয়।

thebengalpost.net
ভেঙে পড়ছে মাটির বাড়ি, পরিদর্শনে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা :

thebengalpost.net
রাজ্য সড়কের উপর বিপজ্জনকভাবে বইছে জল :

thebengalpost.net
কেশপুরে মৃত্যু গবাদিপশুর :