দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: রেলনগরী খড়্গপুরে রেল ওয়ার্কসপ এর গেটের সামনে ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টা রিলে অনশন এবং অবস্থান-বিক্ষোভে সামিল হলেন রেলের বিভিন্ন বিভাগের কর্মচারী। সেভ রেলওয়েজ সেভ নেশান, নো মনিটাইজেশন (Monetization) স্লোগানে মুখরিত হলে দক্ষিন পূর্ব রেলের খড়্গপুর ওয়ার্কশপ চত্বর। অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশানের ও দক্ষিন পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের ডাকে সারা দেশজুড়ে “চেতাবনী দিবস” পালনের অঙ্গ রূপে আজ (৮ সেপ্টেম্বর) এই কর্মসূচী পালিত হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
খড়্গপুর রেলওয়ে ওয়ার্কশপ এর সি.এম.ই গেটের সামনে “চেতাবনী দিবস ” উপলক্ষে ১২ ঘন্টা রিলে অবস্থান বিক্ষোভ সহ প্রচার সভা হয়। বাম ইউনিয়ন এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানানো হয়। তাদের বক্তব্য, জাতীয় মুদ্রীকরন নীতির (NMP) নামে রেল, বিমা, ভেল, সেইল, ব্যাঙ্ক, প্রতিরক্ষা সহ সমস্ত রাস্ট্রীয় ক্ষেত্রকে কর্পোরেটদের স্বার্থে অবাধে বেসরকারীকরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোট আইন ও তিনটি কালা কৃষি আইন বাতিলের দাবি সহ আগামী ২৭ সেপ্টেম্বর কৃষক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানানো হয়। রেল বাঁচাও দেশ বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও স্লোগান তোলা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব অজিত ঘোষাল, সত্যজিত চাকী সহ ওয়ার্কশপের নেতৃবৃন্দ।