দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এর মধ্যেই মঙ্গলবার দুপুর নাগাদ ৬০ নং জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা! একটি কনটেইনার এবং একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। গুরুতর আহত ২ জন। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বাখরাবাদ এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চানাচুর বোঝাই একটি টেম্পো গাড়ি বেলদা থেকে নারায়ণগড়ের দিকে যাচ্ছিল। ঠিক উল্টোদিক থেকে আসছিল একটি মালবাহী দশ চাকার কনটেইনার। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাখরাবাদের কাছে, টেম্পো গাড়িটি একটি লরিকে ওভারটেক করতে চাইলে উল্টো দিক থেকে আসা কনটেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এর ফলে কনটেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। অপরদিকে, টেম্পো গাড়ির চালক ও খালাসি গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে নারায়ণগড় থানার পুলিশ বাহিনী।