thebengalpost.in
খড়্গপুর গ্রামীণ থানা (Kharagpur Local Police Station) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো তারই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত চকমকরামপুরে। অভিযুক্ত ওই প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে খড়্গপুর গ্রামীণ থানায় (Kharagpur Local Police Station) শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.in
খড়্গপুর গ্রামীণ থানা (Kharagpur Local Police Station) :

জানা গেছে, গত ১ লা সেপ্টেম্বর, বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে প্রাতঃক্রিয়া সারতে গিয়েছিলেন দরিদ্র পরিবারের ওই গৃহবধূ। প্রাতঃক্রিয়া সম্পূর্ণ করে ফেরার পথে, তাঁদেরই প্রতিবেশী বছর ৪০ এর এক ব্যক্তি (অভিযুক্তের নাম দুলাল পাত্র বলে জানা গেছে) ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে ওই মহিলা খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।