দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: ছাত্র-ছাত্রীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং সবুজায়নের উদ্দেশ্যে রাজ্য সরকার আগেই পরিকল্পনা করেছিল, এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হচ্ছে। বিদ্যালয় চত্বরে লাগানো হবে ফলের গাছ। পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় এক হাজার স্কুল’কে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। ‘একশো দিনের কাজ’ প্রকল্পকে কাজে লাগিয়ে স্কুলে স্কুলে ফলের চারা রোপন করা হবে। এর ফলে সবুজায়ন এবং সুস্থ পরিবেশ যেমন গড়ে উঠবে, ঠিক তেমনই অপুষ্টিতে ভোগা শিশুদের ভিটামিনের চাহিদাও কিছুটা পূরণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই, অভিভাবক এবং শিক্ষক’রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৫০০ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০৪৬ টি উচ্চ বিদ্যালয় আছে, এর মধ্যে ৫৮০ টি প্রাথমিক বিদ্যালয়, ২৪৩ টি উচ্চ বিদ্যালয় এবং ২৪২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফলের বাগান তৈরি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও, ৬ টি মাদ্রাসা ও ৪ টি আশ্রম হস্টেলেও বাগান তৈরি করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, জেলার প্রায় ১০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ১ টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ৪ টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফলের বাগান গড়ে উঠতে চলেছে। সবমিলিয়ে প্রায় ৮৬, ৩৮৪ টি চারাগাছ লাগানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “সবুজায়ন ও সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের দিকটিও উন্নত হবে। বিভিন্ন বিদ্যালয়েই ইতিমধ্যে এই ধরনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে; তার সাথে প্রশাসনের এই উদ্যোগ, সেই প্রক্রিয়া’কে আরও ত্বরান্বিত করবে।”